বান্দরবান সেনা জোনের সহযোগিতায় চিকিৎসা পেল পাহাড়ি পরিবার
- আপডেট সময়ঃ ০৬:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ২৪৬ বার পড়া হয়েছে
বান্দরবান রোয়াংছড়ি উপজেলাধীন সদর ইউনিয়ন এর অন্তর্গত পাইনক্ষ্যং পাড়ার এক অসহায় পরিবারকে বান্দরবান সেনা জোনের সহযোগিতায় মুমূর্ষ শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
সূত্রে জানা যায়, বান্দরবান সেনা জোন এর কর্তৃক সার্বিক নির্দেশনায় খ্রিস্টিয়াং বম ১৪দিন পিতাঃপিতর বম,মাতার-মাঙাই পাংখোয়া অসহায় পরিবারের ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন যাবত দুরারোগ্য চর্ম রোগে আক্রান্ত হয়ে কষ্টের দিনাপাত করছে।
এতে বান্দরবান সেনা জোন সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিক ভাবে পরিবারসহ শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসা সহায়তা শুরু করে এবং শিশুটির সার্বিক চিকিৎসা ব্যয়ভার সেনাজোন বহন করবে বলেও জানান।
চিকিৎসক ডাঃ জুয়েল ত্রিপুরা বলেন পাহাড়ি নিরীহ অসহায় এক পরিবারকে বান্দরবান সেনা জোন সার্বিক সহায়তা মধ্যেমে তাৎক্ষণিক ভাবেই বান্দরবান সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করানও চিকিৎসক যাতায়াত খরচ বহন করেন!






















