বান্দরবানে প্রেস ক্লাব চত্বরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

- আপডেট সময়ঃ ১০:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৮০ বার পড়া হয়েছে
সোমবার ৩এপ্রিল সকালে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি প্রত্যাহার ওনিজস্ব প্রতিবেদক পত্রিকা শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবিতে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে বান্দরবান জেলার সকল সাংবাদিকবৃন্দ এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে বিনা পরোয়ানায় গুমের উদ্দেশ্যে মধ্যরাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়া হয়। ১৯ ঘণ্টা পর মধ্যরাতে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। ৩০ঘণ্টা পর বৃহস্পতিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয় এবং রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মিথ্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়েছে! এসময় বক্তারা আরো বলেন, মধ্যরাতে সাংবাদিককে তুলে নেওয়া, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা ও শামসুজ্জামান শামসকে কারাগারে পাঠানো মূলত ভয় দেখানো এবং সাংবাদিকের কণ্ঠরোধের জন্য করা হয়েছে।
এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে, তাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে যে মামলাটি প্রত্যাহার ও শামসুজ্জামান শামসকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এসময়ে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, সাধরণ সম্পাদক মিনারুল হক, প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশ এর সঞ্চালনায়, বান্দরবান জেলার দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজোতি চাকমাসহ মিডিয়ার প্রিন্ট, ইলেকট্রনিক সকল সাংবাদিক সদস্যবৃন্দ!