ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

এবারের ঈদযাত্রা ছিল ঝামেলামুক্ত: ওবায়দুল কাদের

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • / ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
গেলো কয়েক বছরের মধ্যে এবার মানুষ একটা ঝামেলামুক্ত ঈদযাত্রা করেছে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এবারের ঈদুল ফিতর আমরা ভোগান্তিমুক্তভাবে উদযাপন করতে পেরেছি। ঘরমুখো মানুষদের জন্য যাত্রা ছিল স্বস্তিদায়ক।’ ফিরতি যাত্রাও যেন ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়, এজন্য সংশ্লিষ্টদের সচেতন থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ সোমবার সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এবার আমরা একটা হ্যাসেল ফ্রি ঈদ উদযাপন করতে পেরেছি। এবার যাত্রা ছিল স্বস্তিদায়ক। ঘরমুখো যাত্রীদের জন্য এরচেয়ে হ্যাসেল ফ্রি যাত্রা গত অনেক বছর ধরে হয়ে ওঠেনি, প্রধানমন্ত্রীও খুশি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সবার সন্দেহ ছিল পদ্মায় মোটরসাইকেল নিয়ে সমস্যা হতে পারে। বাইকারদের অসন্তোষ ছিল, তারপরও আমরা সার্বিক সংকট হবে বলে বন্ধ রেখেছিলাম কয়েক মাস। চালু করে দেখেছি- আমাদের তরুণরা যে শৃঙ্খলার সাথে চালিয়েছে, তা অনন্য সাধারণ। সুশৃঙ্খলভাবে তারা পদ্মা সেতুতে যাতায়াত করেছে।’
মন্ত্রী বলেন, ‘মানুষকে স্বস্তিদায়ক ঈদযাত্রা করানোর নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর। সেটা করা সম্ভব হয়েছে। নিরাপদ সড়কের যে স্বপ্ন, সেটা সত্যি করার জন্য এখন কাজ চলছে। এটাও সম্ভব হবে, কারণ নতুন ফান্ডিং হয়েছে এই খাতে।’
এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বৈশ্বিক এত সংকটের মধ্যেও দেশের একজন মানুষও না খেয়ে মারা যায়নি। তাই বিএনপি দেশের দুর্ভিক্ষ নিয়ে যা বলছে, তা মোটেও সত্যি নয়। এখন তাদের নিজেদের দলের মধ্যেই দুর্ভিক্ষ চলছে। বিএনপি এখন ভরা পূর্ণিমার মধ্যেও অমানিশার অন্ধকার দেখে। তাই দিশেহারা হয়ে সরকারের কাজ নিয়ে নির্জলা মিথ্যা কথা বলছেন তারা।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবারের ঈদযাত্রা ছিল ঝামেলামুক্ত: ওবায়দুল কাদের

আপডেট সময়ঃ ০৭:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
গেলো কয়েক বছরের মধ্যে এবার মানুষ একটা ঝামেলামুক্ত ঈদযাত্রা করেছে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এবারের ঈদুল ফিতর আমরা ভোগান্তিমুক্তভাবে উদযাপন করতে পেরেছি। ঘরমুখো মানুষদের জন্য যাত্রা ছিল স্বস্তিদায়ক।’ ফিরতি যাত্রাও যেন ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়, এজন্য সংশ্লিষ্টদের সচেতন থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ সোমবার সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এবার আমরা একটা হ্যাসেল ফ্রি ঈদ উদযাপন করতে পেরেছি। এবার যাত্রা ছিল স্বস্তিদায়ক। ঘরমুখো যাত্রীদের জন্য এরচেয়ে হ্যাসেল ফ্রি যাত্রা গত অনেক বছর ধরে হয়ে ওঠেনি, প্রধানমন্ত্রীও খুশি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সবার সন্দেহ ছিল পদ্মায় মোটরসাইকেল নিয়ে সমস্যা হতে পারে। বাইকারদের অসন্তোষ ছিল, তারপরও আমরা সার্বিক সংকট হবে বলে বন্ধ রেখেছিলাম কয়েক মাস। চালু করে দেখেছি- আমাদের তরুণরা যে শৃঙ্খলার সাথে চালিয়েছে, তা অনন্য সাধারণ। সুশৃঙ্খলভাবে তারা পদ্মা সেতুতে যাতায়াত করেছে।’
মন্ত্রী বলেন, ‘মানুষকে স্বস্তিদায়ক ঈদযাত্রা করানোর নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর। সেটা করা সম্ভব হয়েছে। নিরাপদ সড়কের যে স্বপ্ন, সেটা সত্যি করার জন্য এখন কাজ চলছে। এটাও সম্ভব হবে, কারণ নতুন ফান্ডিং হয়েছে এই খাতে।’
এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বৈশ্বিক এত সংকটের মধ্যেও দেশের একজন মানুষও না খেয়ে মারা যায়নি। তাই বিএনপি দেশের দুর্ভিক্ষ নিয়ে যা বলছে, তা মোটেও সত্যি নয়। এখন তাদের নিজেদের দলের মধ্যেই দুর্ভিক্ষ চলছে। বিএনপি এখন ভরা পূর্ণিমার মধ্যেও অমানিশার অন্ধকার দেখে। তাই দিশেহারা হয়ে সরকারের কাজ নিয়ে নির্জলা মিথ্যা কথা বলছেন তারা।’