বান্দরবানে এগারোটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত এগারোজন প্রতিনিধি নিয়ে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস

- আপডেট সময়ঃ ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৮১ বার পড়া হয়েছে
২৮ এপ্রিল শুক্রবার বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩” পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”।
দিবসের শুরুতেই সকাল ৮টায় বান্দরবান জেলা জজ আদালত প্রাঙ্গণে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বান্দরবানের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব মো: ফজলে এলাহী ভূঁইয়া। পরবর্তীতে জেলা ও দায়রা জজসহ বিভিন্ন স্তরের সম্মানিত বিচারকমন্ডলী এবং জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বান্দরবান সেনা জোন, গোয়েন্দা সংস্থা, জেলা কারাগার, তথ্য অফিস এবং বিভিন্ন এনজিওসমূহের অংশগ্রহণে একটি র্যালি বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ র্যালির অন্যতম আকর্ষণ ছিল বান্দরবান জেলার আদি অধিবাসী এগারোটি টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী পোষাক পরিহিত এগারোজন প্রতিনিধির স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ।
এছাড়াও জেলার সিভিল সার্জন অফিস ও হিলউভিউ হাসপাতালের সহযোগিতায় রক্তদান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং এর বিশেষ ব্যবস্থা করা হয়। র্যালি পরবর্তীতে বান্দরবান জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জনাব মো: ফজলে এলাহী ভূঁইয়া। তিনি সভাপতির বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যার আন্তরিক উদ্যোগে সারা বাংলাদেশে দুঃস্থ ও অসহায় মানুষের নিকট আইনি সহায়তার সুবিধা পৌঁছে যাচ্ছে। সরকারের সকল প্রতিষ্ঠান আইনগত সহায়তা কার্যক্রমের অংশীদার। সকলের অংশগ্রহণে সরকারের এই মহতী উদ্যোগ সফল হবে। আইনগত সহায়তা দিবস ২০২৩ এ এই হোক আমাদের সকলের অঙ্গীকার।”
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহানারা ফেরদৌস, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জন) রোকেয়া আক্তারসহ বান্দরবান বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক এবং ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জিপি, পিপি, প্যানেল আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, বান্দরবান বিচার বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ। আলোচনা সভায় সঞ্চলনায় ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন ও সৈয়দা সুরাইয়া আক্তার।