ন্যানসির পদক চুরির মামলায় স্বামীসহ গৃহপরিচারিকা রিমান্ডে

- আপডেট সময়ঃ ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পদকসহ অলংকার চুরির মামলায় গৃহপরিচারিকা তাহমিনা ও তার স্বামী শাকিলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ছাদেক মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি জানিয়েছেন। এর আগে গত ২৭ এপ্রিল আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য গতকাল দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা ন্যানসির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল স্ত্রী তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতো আসতেন। গত ৫ এপ্রিল কাউকে না জানিয়ে তাহমিনা বাসা থেকে চলে যান। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যান। পরে ১৮ এপ্রিল ন্যানসি আলমারি গোছাতে গিয়ে দেখতে পান তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পদক নেই। এ ছাড়া দুটি স্বর্ণের চেইন, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা বলে জানান ন্যানসি। এ ঘটনায় ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এ মামলার অন্য আসামি গৃহপরিচারিকা রিপা এখনও পলাতক আছেন।