ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

নির্বাচন এলে ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১১:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, তারাই নির্বাচন এলে এক হয়ে যায় নতুন ষড়যন্ত্রের জন্য।

আজ শনিবার সকালে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যেহেতু জামায়াত সবসময় বায়তুল মোকারমের উত্তর গেটে কর্মসূচি পালন করে জনসাধারণের অসুবিধা করতো তাই তাদের ভেন্যু সরিয়ে দেওয়া হয়েছে।

এরআগে মন্ত্রী মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ নেন। সভায় মন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্টজন অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচন এলে ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়ঃ ১১:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, তারাই নির্বাচন এলে এক হয়ে যায় নতুন ষড়যন্ত্রের জন্য।

আজ শনিবার সকালে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যেহেতু জামায়াত সবসময় বায়তুল মোকারমের উত্তর গেটে কর্মসূচি পালন করে জনসাধারণের অসুবিধা করতো তাই তাদের ভেন্যু সরিয়ে দেওয়া হয়েছে।

এরআগে মন্ত্রী মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ নেন। সভায় মন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্টজন অংশ নেন।