বান্দরবান জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামগার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করলেন বিচারপতি মোঃ হাবিবুল গনি
- আপডেট সময়ঃ ০৬:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ৪৪৩ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি:
গৃহায়ন ও গণপূর্ত এর বাস্তবায়নে বান্দরবানে জেলাও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামগার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেছেন হাই কোর্ট বিভাগ বিচারপতি মোঃ হাবিবুল গনি!
মঙ্গলবার ( ৪জুলাই) সকালে বান্দরবান জেলাও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচার বিভাগ বিচারপতি মোঃ হাবিবুল গনি,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইয়া, নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের(জেলাও দায়রা জজ)বিচারক বেগম জেবুন্নাহার আয়েশা,অতিরিক্ত জেলাও দায়রা জজ বেগম জাহানারা ফেরদৌস,যুগ্ন জেলাও দায়রা জজ মোঃ নুরু মিয়া,সিনিয়র সহকারী জজ মোহাম্মদ ইরফানুল চৌধুরী,সিনিয়র সহকারী জজ জেলা লিগ্যাল এইড অফিসার বেগম রোকেয়া আক্তার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান, অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা আক্তার,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, বান্দরবান জেলা আইনজীবী সভাপতি ইলিয়াছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ খলিল,নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট বাসিং থুয়াই মার্মা সকল আইনজীবী সদস্যবৃন্দ,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হকসহ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট সকল সাংবাদিকবৃন্দ!
এসময় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক বিচারপতিকে বলেন আদালতে অনেক মামলার স্থগিত রয়েছে এবিষয়ে বিচার করনীয় কি বিচারপতি বলেন,আন্তঃ বিভাগীয় সহযোগিতার মধ্যেমে বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য দৃয় প্রত্যয় থাকবে বলে জানান!
আজকের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বান্দরবান জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন!
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএমও নিচার বিভাগেসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























