• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে উদ্বোধন হচ্ছে নবনির্মিত স্টেডিয়াম ইন্দোনেশিয়ায় বন্যায় ৬৭ জনের মৃত্যু সূচক কমলেও লেনদেন বেড়েছে কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত দেশব্যাপী তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী কৃষিখাতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়েছি: কৃষিমন্ত্রী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে না: কাদের টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসে নিম্মমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করলেন ভুটানের স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ১২ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের স্বাস্থ্যমন্ত্রী এইচ.ই ডাসো ডিসেন ওয়াংমো। দুই দেশের স্বাস্থ্যসেবায় সম্পর্ক বাড়ানোর জন্য ক্যাম্প করতে আগামী সেপ্টেম্বরে বার্ন ইনস্টিটিউট থেকে চিকিৎসকদের একটি দল ভুটান যাওয়ার কথা রয়েছে। আজ বুধবার সকালে ভুটানের স্বাস্থ্যমন্ত্রী তার একটি দল নিয়ে বার্ন ইনস্টিটিউট ঘুরে দেখেন। এ সময় ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের দেখেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাদের চিকিৎসার নানান দিক শুনেন। পরবর্তীতে হাসপাতালটির সভাকক্ষে বক্তব্য রাখেন তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসা এবং ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশ করে তিনি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, আগামী সেপ্টেম্বরে আমাদের ইনস্টিটিউট থেকে একটি চিকিৎসক দল ভুটান যাবেন। সেখানে বার্নের ওপর একটি ক্যাম্প করা হবে। সেই প্রস্তুতিসহ নানা দিক জানাতে এবং জানতে গতকাল বুধবার ভুটানের স্বাস্থ্যমন্ত্রী এইচ.ই ডাসো ডিসেন ওয়াংমো ইনস্টিটিউট পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, এই ক্যাম্পটি আরও কয়েক বছর আগে করার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর যাবতীয় ব্যবস্থাও করে দিয়েছিলেন। তবে করোনার কারণে সেটি আটকে যায়। ভুটানে এই ক্যাম্পটি চিকিৎসা সেবায় দুই দেশের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি করবে। ডাক্তার সেন বলেন, হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক রোগীকে আমরা এখানে অস্ত্রোপচার করে হাত জোড়া লাগিয়েছি। ভুটানের মন্ত্রী ওই রোগীকে দেখে খুবই প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category