বান্দরবানে প্রায় সাড়ে ৮৫লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি
- আপডেট সময়ঃ ১০:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৯৭ বার পড়া হয়েছে
বান্দরবানে ২টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে!
মঙ্গলবার (১০অক্টোবর) বিকেলে সাড়ে ৫টায় সময় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আলীকদম থানার ও নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ২টি মামলায় ২৮,৪০৯ পিস ইয়াবা, ৫০টি বড় প্যাকেট বিদেশি সিগারেট ও ২৩ টি বিয়ার ক্যান আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়!
যার আনুমানিক ৮৫লাখ ২২হাজার ৭০০ টাকা। এসময় উপস্থিত ছিলেন,কোর্ট পরিদর্শক একে ফজলুল হক, আলীকদম থানার তদন্তে কর্মকর্তা এসআই রিয়াদ হোসেন, নাইক্ষ্যংছড়ি থানার এসআই পাভেল মল্লিক, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই কোহিনূর আক্তার, জি আরও বিশ্বজিৎ,কনস্টেবল সাদেক, প্রমুখ।
ট্যাগস :