ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: কাদের

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। আজ রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সড়ক সংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আইন পরিবর্তন করার কী সময় আছে, অপেক্ষা করতে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে যারাই নির্বাচনে আসে, সংযোজন, বিয়োজন, সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয়গুলো আপাতত মুলতবি রাখতে হবে। দাবিগুলো ন্যায় ও যুক্তিসংগত মন্তব্য করে মন্ত্রী বলেন, কিন্তু এসময়ে করা যায় না। নিজের মন্ত্রণালয় চালানোর বিষয়ে তিনি বলেন, আমি পারফেক্ট মানুষ এ দাবি করব না। ভুলত্রুটি হতে পারে। ভালো করতে চেষ্টা করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে পালন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে থাকে। এদিকে ড্রাইভিং লাইসেন্স পেতে ধীরগতি ও জনভোগান্তি হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, অনেক বিলম্বের পথ ড্রাইভিং লাইসেন্স। সমাধান পুরোপুরি হয়েছি কি না চেয়াম্যান ভালো বলতে পারবেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা বলেন, হয় নাই, হয় নাই। লাইসেন্স পেতে চার মাস কখনো কখনো তিন-চার বছর পর্যন্ত লেগে যায়। এ সময় অনেকটা হস্যারস করে তিনি আরও বলেন, বিআরটিএর চেয়ারম্যান তার একটা প্রমোশনের দরকার। আমি জানি প্রমোশনের দরকার। তাকে দেখি মনটা খারাপ থাকে, প্রমোশনটা হয় না এজন্য ডিপ্রেস (বিষন্ন) বলে আমার মনে হয়েছে। যে কারণে ড্রাইভিং লাইসেন্স বিলম্বিত হচ্ছে। প্রমোশন দেয় না এত কষ্ট করি তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে এত সিরিয়াস হবো কেন। মন্ত্রী বলেন, যারা যেখানে দায়িত্বে আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন তাহলে অনিয়মগুলো চলতেই থাকবে। সড়ক পরিবহন আইন আমরা করলাম, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া এত বিলম্বিত করছি। এটা অত্যন্ত দুঃখজনক। আইন আছে আইনের প্রয়োগ নেই। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি শাজাহান খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে ওসমানী মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: কাদের

আপডেট সময়ঃ ১০:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। আজ রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সড়ক সংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আইন পরিবর্তন করার কী সময় আছে, অপেক্ষা করতে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে যারাই নির্বাচনে আসে, সংযোজন, বিয়োজন, সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয়গুলো আপাতত মুলতবি রাখতে হবে। দাবিগুলো ন্যায় ও যুক্তিসংগত মন্তব্য করে মন্ত্রী বলেন, কিন্তু এসময়ে করা যায় না। নিজের মন্ত্রণালয় চালানোর বিষয়ে তিনি বলেন, আমি পারফেক্ট মানুষ এ দাবি করব না। ভুলত্রুটি হতে পারে। ভালো করতে চেষ্টা করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে পালন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে থাকে। এদিকে ড্রাইভিং লাইসেন্স পেতে ধীরগতি ও জনভোগান্তি হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, অনেক বিলম্বের পথ ড্রাইভিং লাইসেন্স। সমাধান পুরোপুরি হয়েছি কি না চেয়াম্যান ভালো বলতে পারবেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা বলেন, হয় নাই, হয় নাই। লাইসেন্স পেতে চার মাস কখনো কখনো তিন-চার বছর পর্যন্ত লেগে যায়। এ সময় অনেকটা হস্যারস করে তিনি আরও বলেন, বিআরটিএর চেয়ারম্যান তার একটা প্রমোশনের দরকার। আমি জানি প্রমোশনের দরকার। তাকে দেখি মনটা খারাপ থাকে, প্রমোশনটা হয় না এজন্য ডিপ্রেস (বিষন্ন) বলে আমার মনে হয়েছে। যে কারণে ড্রাইভিং লাইসেন্স বিলম্বিত হচ্ছে। প্রমোশন দেয় না এত কষ্ট করি তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে এত সিরিয়াস হবো কেন। মন্ত্রী বলেন, যারা যেখানে দায়িত্বে আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন তাহলে অনিয়মগুলো চলতেই থাকবে। সড়ক পরিবহন আইন আমরা করলাম, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া এত বিলম্বিত করছি। এটা অত্যন্ত দুঃখজনক। আইন আছে আইনের প্রয়োগ নেই। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি শাজাহান খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে ওসমানী মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।