বান্দরবানে প্রায় সাড়ে তিন কোটি টাকা মাদকদ্রব্য ধ্বংস

- আপডেট সময়ঃ ১১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৫৭ বার পড়া হয়েছে
বান্দরবানে ৭টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে!
বুধবার (৬ডিসেম্বর)বিকেলে বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার জব্দকৃত ৭টি মামলায় ৭০পিচ ইয়াবা,গাজা ৩কেজি ২৫০গ্রাম, ২৫টি বিদেশি মদে বোতল, আফিম ৩কেজি ২০০গ্রামও১০০ লিটার দেশি চোলাই মদ আইনি প্রক্রিয়া শেষে মদে বোতলটি ভেঙে ড্রেনের ফেলে দেয়!
গাজা, আফিম আগুনের পুড়িয়ে ও ইয়াবা ট্যাবলেট গুলো পানিতে ঢেলে গুড়িয়ে ধ্বংস করা হয়! যার আনুমানিক ৩কোটি ২৫লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন,কোর্ট পরিদর্শক একে ফজলুল হক, বান্দরবান সদর থানার তদন্তে কর্মকর্তা এসআই সমীর ভট্রচার্য্য, এস আই হেলাল উদ্দিন, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ সিএসআই ফখরুল আলম,জি আরও বিশ্বজিৎ, কনস্টেবল মোঃ আরিফ, মনি কুমার ত্রিপুরাও কনস্টেবল সাদেক প্রমুখ।