২৪ ঘণ্টায় ২১ ভোটকেন্দ্রে আগুন বড় ঘটনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময়ঃ ১১:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ টি ভোটকেন্দ্রে আগুন দেওয়া বড় কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অন্যান্য সময় এর চেয়ে বেশি ঘটনা হয়ে থাকে। আজ রোববার সকালে সাড়ে ১০ টায় রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়া বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ভোটের পরিবেশ খুব ভালো রয়েছে। সবাই নির্বিঘেœ ভোট দিচ্ছেন। কোথাও কোনো টুকথা বলার কেউ নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবি আনসার একই সাথে কাজ করছে। দুএকটি বিচ্ছিন্ন ঘটনা বড় কোনো ঘটনা নয়। ভোটারদের নিরাপত্তায় সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সম্প্রতি নাশজতার বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে না পেরে অগ্নি সন্ত্রাস করছে। গত ২৪ ঘন্টা ২১ টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে। ট্রেনে গান পাউডার মারছে।বাসে আগুন দিচ্ছে। ভোটকেন্দ্রে হামলা করছে, মানুষকে পুড়িয়ে মারছে। ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, রাজধানীতে ভোটার সংখ্যা সন্তোষজনক, সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। ঢাকা ভোটাররা মাইগ্রেশন হয়েছে। গণপরিবহন চালু রাখা হয়েছে একারনে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানান তিনি। বাচা স্কুলে দেখা যায়, সবাই উৎসবমুখর পরিবেশে মোট প্রদান করছেন। এখানে পুরুষ কেন্দ্রের ভোটার সংখ্যা ৫ হাজার ৯৮২ জন আর নারী কেন্দ্রের ভোটার সংখ্যা ৮ হাজার ৫৪২ জন।