নাগরিক সংবর্ধনায় ভূষিত হবেন লাকী সেভেন পার্বত্য রত্ন বীর বাহাদুর উশৈসিং এমপি

- আপডেট সময়ঃ ০৯:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১৫০ বার পড়া হয়েছে
সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবারো নাগরিক সংবর্ধনায় ভূষিত হতে যাচ্ছেন লাকী সেভেন পার্বত্য রত্ন বীর বাহাদুর উশৈসিং।
আগামী ১৮ জানুয়ারী বৃহস্পতিবার বান্দরবানের মন্ত্রীর মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনায় সংবর্ধিত হবেন। ইতিমধ্যে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সব অংগসংগঠন একযোগে কাজ করে সংবর্ধনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস তার প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের গর্ব। তিনি ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আবারো উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বীর বাহাদুরের উশৈসিং এমপি বিকল্প নেই বলে জানিয়েছেন। তিনি সংসদে থেকেও বান্দরবানবাসীর আপনজন হিসেবে ছিলেন, মন্ত্রণালয়ে থেকেও তিন পার্বত্য জেলার উন্নয়নের অংশীদার হয়েছেন।
এবারেও বান্দরবানে আরো উন্নয়ন হবে তারই হাত ধরে।