উচ্ছেদ অভিযানে হামলা: ১২’শ জনের বিরুদ্ধে মামলা

- আপডেট সময়ঃ ১০:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ১৬৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শাহজাহানপুরে খেলার মাঠের পাশে বস্তি ও কাঁচা বাজার উচ্ছেদ অভিযান চালানোর সময় হামলায় ওসিসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহজাহানপুর থানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লেবার ইনচার্জ এসএম হাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়। এতে অভিযোগ করা হয়েছে, সরকারি কাজে বাধা ও হামলা দেওয়ার। এ তথ্য নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাস মালো। তিনি বলেন, রোববারেরঘটনায় করা মামলার তদন্ত চলছে। এখনো অভিযানে আছি। উল্লিখিত আসামিদের গ্রেপ্তার ও অজ্ঞাতদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা হচ্ছে। এর আগে গত রোববার দুপুর আড়াইটার দিকে শাহজাহানপুরে খেলার মাঠের পাশে বস্তি ও কাঁচা বাজার উচ্ছেদে অভিযান চালায় ডিএসসিসি। এ সময় হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল মেহেদী হাসান (২৪) বলেন, দুপুরের দিকে খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা ও কাঁচা বাজার উচ্ছেদ করার সময়, হঠাৎ বাজারের লোকজন ও বস্তিবাসী সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে আমরা গুলি চালাই। এ সময় একটি গুলি এসে আমার বাম পায়ে লাগে। এ ঘটনায় শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহা ও পরিদর্শক-অপারেশন মাইদুল ইসলামসহ পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ পুলিশ সদস্য মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয় পুলিশ হাসপাতালে। ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, উচ্ছেদ অভিযানে গিয়ে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে আমাদের জানানো হয়। বর্তমানে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই পুলিশ সদস্য। শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহা বলেন, উচ্ছেদ অভিযানের সময় কাঁচা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা পুলিশ এবং সিটি করপোরেশনের লোকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় আমি ও থানার পরিদর্শক (অপারেশন) মাইদুল ইসলামসহ ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হই। মাইদুল ইসলামের মাথা ফেটে গেছে।