ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

উত্তরায় অটোরিকশার চাঁদা বন্ধ করার জেরে হামলা, থানায় মামলা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজধানীর উত্তরা-আব্দুল্লাহপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা উত্তোলন বন্ধ রয়েছে। এতে অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠে চাঁদাবাজদের একটি মহল। রিকশার চাঁদাবাজি বন্ধ রাখার কারণে গত রোববার রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস এম মাবুবুল আলম সমর্থকদের ওপর হামলা চালায় চাঁদাবাজ চক্রের ৫০-৬০ জন সহযোগী। অভিযোগ উঠেছে, এলাকার চিহ্নিত চাঁদাবাজ ফারুকের নেতৃত্বে সাবেক এমপি হাবিব হাসানের নির্দেশে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আওয়ামী লীগ অফিসেও হামলা চালানো হয়। এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস এম মাবুবুল আলমের ভাগিনা ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, চয়ন ও জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। বর্তমানে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এসএম মাহাবুব আলম বাদী হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। আজ সোমবার দুপুরে দক্ষিণখান থানার ওসি মো. সিদ্দিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দক্ষিণখান থানাধীন মোতালেব মার্কেট রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ অফিসের সামনে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, আমরা আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলার এজহার সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানাধীন মোতালেব মার্কেট রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ অফিসের সামনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ব্যাটারিচালিত অটো রিকশার চাঁদা দিতে নিষেধকারীদের ওপর সাবেক এমপি হাবিব হাসানের নির্দেশে চাঁদাবাজ ফারুকের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় আওয়ামী লীগ অফিসেও হামলা চালানো হয়। হামলার পর চাঁদাবাজরা হাবিব হাসানের নামে স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ মামলার আসামিরা হলেন-ফারুক হোসেন (৩৫), মোহাম্মদ আলী (২৩), হাসান ওরফে জামাই হাসান (৩৮), ইঞ্জিনিয়ার মোতাহার (৩৫), দিপু (৩৫), আনতান ৩৬), সাইফুল, বিশু (২১), সোহেল (৩০), জাবেদ আলী (৪০), পারভেজ (৩৭), পায়েল (৩৩), সোহেল (৩৫), রফিক ওরফে চাইনিজ রফিক (৩০), সুমন, ইফতি (২৫), আশিক (২৮), রোমান, মিহাদ (১৯), ফরহাদ (৩০), শাহ আলম (৩৫), হাসান ওরফে সুন্দর হাসান (২০), সুমন ওরফে চাপাতি সুমন (২৯), সজীবসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উত্তরায় অটোরিকশার চাঁদা বন্ধ করার জেরে হামলা, থানায় মামলা

আপডেট সময়ঃ ০৮:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজধানীর উত্তরা-আব্দুল্লাহপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা উত্তোলন বন্ধ রয়েছে। এতে অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠে চাঁদাবাজদের একটি মহল। রিকশার চাঁদাবাজি বন্ধ রাখার কারণে গত রোববার রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস এম মাবুবুল আলম সমর্থকদের ওপর হামলা চালায় চাঁদাবাজ চক্রের ৫০-৬০ জন সহযোগী। অভিযোগ উঠেছে, এলাকার চিহ্নিত চাঁদাবাজ ফারুকের নেতৃত্বে সাবেক এমপি হাবিব হাসানের নির্দেশে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আওয়ামী লীগ অফিসেও হামলা চালানো হয়। এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস এম মাবুবুল আলমের ভাগিনা ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, চয়ন ও জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। বর্তমানে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এসএম মাহাবুব আলম বাদী হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। আজ সোমবার দুপুরে দক্ষিণখান থানার ওসি মো. সিদ্দিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দক্ষিণখান থানাধীন মোতালেব মার্কেট রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ অফিসের সামনে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, আমরা আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলার এজহার সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানাধীন মোতালেব মার্কেট রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ অফিসের সামনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ব্যাটারিচালিত অটো রিকশার চাঁদা দিতে নিষেধকারীদের ওপর সাবেক এমপি হাবিব হাসানের নির্দেশে চাঁদাবাজ ফারুকের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় আওয়ামী লীগ অফিসেও হামলা চালানো হয়। হামলার পর চাঁদাবাজরা হাবিব হাসানের নামে স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ মামলার আসামিরা হলেন-ফারুক হোসেন (৩৫), মোহাম্মদ আলী (২৩), হাসান ওরফে জামাই হাসান (৩৮), ইঞ্জিনিয়ার মোতাহার (৩৫), দিপু (৩৫), আনতান ৩৬), সাইফুল, বিশু (২১), সোহেল (৩০), জাবেদ আলী (৪০), পারভেজ (৩৭), পায়েল (৩৩), সোহেল (৩৫), রফিক ওরফে চাইনিজ রফিক (৩০), সুমন, ইফতি (২৫), আশিক (২৮), রোমান, মিহাদ (১৯), ফরহাদ (৩০), শাহ আলম (৩৫), হাসান ওরফে সুন্দর হাসান (২০), সুমন ওরফে চাপাতি সুমন (২৯), সজীবসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।