মো শাকিল মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে দালালদের মাধ্যমে ঘুষ গ্রহনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দপ্তরে আজ দুপুরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয় সদস্য এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের মাধ্যমে কর্মকর্তারা ঘুষ নেন এমন অভিযোগের সত্যতা পান। পরে দুদক টিম গাইবান্ধা আঞ্চলিক পার্সপোর্ট অফিসের সামনে থেকে তিনজন দালালকে হাতে নাতে আটক করেন।
পরে গাইবান্ধা জেলা প্রশাসক র্কাযালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রেজিয়ার মোবাইল কোর্টে আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সোহেল, রুবেল কাঞ্চণ। সকলেরই বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
এ সময় উপস্থিত ছিলেন দুদক রংপুরে সরকারি পরিচালক হোসাইন শরীফ, উপসহকারী পরিচালক নূরে আলম সিদ্দিক।
সটঃ হোসাইন শরীফ, পরিচালক, দুদক রংপুর।
সর্বশেষঃ
গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক তিন
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৬:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- ১০৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ