ঢাকা, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: পরিবেশমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • / ৫৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে সরকার। অপরদিকে এই সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটেছে তা এই ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আজ শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত এক সভায় এসব কথা বলেন তিনি। এর আগে বেলা ১১টায় পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মামুদতকী বাজারে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবেশমন্ত্রী আরও বলেন, কোনো অবস্থায় দেশের উন্নয়ন ব্যাহত করতে দেওয়া হবে না। আমাদের নেত্রীকে বিশ্বের সকল দেশ স্বীকৃতি দিচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে। পৃথক এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. অজিম উদ্দিন সরদার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞাসহ আরও অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: পরিবেশমন্ত্রী

আপডেট সময়ঃ ০৯:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে সরকার। অপরদিকে এই সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটেছে তা এই ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আজ শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত এক সভায় এসব কথা বলেন তিনি। এর আগে বেলা ১১টায় পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মামুদতকী বাজারে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবেশমন্ত্রী আরও বলেন, কোনো অবস্থায় দেশের উন্নয়ন ব্যাহত করতে দেওয়া হবে না। আমাদের নেত্রীকে বিশ্বের সকল দেশ স্বীকৃতি দিচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে। পৃথক এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. অজিম উদ্দিন সরদার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞাসহ আরও অনেকে।