সংসদ অধবিশেন চলবে ৯ মে র্পযন্ত

- আপডেট সময়ঃ ০৭:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ১০৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতবিদেক
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধবিশেন শুরু হয়ছে। আজ বৃহস্পতবিার (২ মে) বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের র্কায-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য র্কাযক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। চলতি অধিবেশন ৯ মে র্পযন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন সভাপতিমন্ডলির সদস্য মনোনয়ন দেন। এবাররে অধিবেশনের সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন আওয়ামী লীগের এম এ মান্নান, আসাদুজ্জামান নূর ও শফিকুল ইসলাম শিমুল, জাতীয় পার্টি রগোলাম কিবরিয়া টিপু এবং সংরক্ষিত আসনের ফজিলাতুন নেছা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তীতার ভিওিতে সভাপতিমন্ডলীর সদস্যরা সংসদ পরচিালনা করবেন।
পরে স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন।
চলতি সংসদের সদস্য মো. আবদুল হাইয়ের মৃত্যুতে আনীত শোক প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়ছে। আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে।