ক্ষমতা ব্যবহার করে সিনিয়র আইনজীবীকে মারধর করার অপরাধে জামিনে আবেদন না-মঞ্জুর সাথী

- আপডেট সময়ঃ ০৬:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ১২২ বার পড়া হয়েছে
৪জুন মঙ্গলবার বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতের মোঃ সোহেলে বৌ সাথী আক্তার নিজে প্রভাবশালী ক্ষমতার ব্যবহার করে সিনিয়র আইনজীবী এডভোকেট কাজী মহতুল হোসাইনকে মারধর করার অপরাধে আদালতের স্বেচ্ছায় আত্নসমর্পণ জামিনে আবেদন না-মঞ্জুর করেন আদালত!
সূত্র জানা যায় যে,মোঃ সোহেলে বৌ সাথী আক্তার বান্দরবান বিশ্ব বিদ্যালয়ে নিচে কয়েক বছর ধরে কাপড় দোকানও কাচাঁ মাঁছ ব্যবসায় করে আসার এক মহিলা হিসেবে পরিচিত লোক হন!তিনি বান্দরবান জেলা আইনজীবী এডভোকেট কাজী মহতুল হোসাইন কাছে সাথী আক্তার পাহাড় কাটার এস্কেলেটর বিক্রি করার জন্য প্রস্তাব দিলে এডভোকেট কাজী মহতুল হোসাইন কিনার জন্য রাজি হন!
সেই সময় সাথী আক্তার এডভোকেট কাজী মহতুল হোসাইনকে আরও প্রস্তাব দেন যে, দীর্ঘ দিন ধরে আমার এস্কেলেটর টার বসানোর হয়েছে আগে মেরামত করতে হবে মেরামত করার পর আপনার কাছে বিক্রি করব বলে পাহাড় কাটার এস্কেলেটর ঠিক করার জন্য ধার নগদ ১লক্ষ পঞ্চাশ হাজার চাইলে এডভোকেট কাজী মহতুল হোসাইন তার কথা অনুযায়ী নগদ টাকার দেড় লাখ টাকার দেয়!
সাথী আক্তার এস্কেলেটর ঠিক করার পরে অন্য একজন কাছে বিক্রি করেন! বিষয়টি এডভোকেট কাজী মহতুল হোসাইন জানতে পেরে আসামী সাথী আক্তার ও স্বামী মোঃ সোহেলদের বিরুদ্ধে আদালতের ফৌজদারী মামলার দায়ের করিলে আসামীরা বান্দরবান জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতি ধার্য্য তারিখে হাজির হন বলে তথ্য জানা যায়!
আরও জানা যায় যে, যে মামলার আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা, আসামী সাথী স্বামী- মোঃ সোহেলকে আদালত নির্দেশনায় দেন বাদী এডভোকেট কাজী মহতুল হোসাইন পাওনা টাকার গুলো দুই ঘন্টায় এর মধ্যে বুঝিয়ে দেবার জন্য! আদালত দুই ঘন্টায় জন্য বিচার কার্যক্রম বন্ধ করার সময়ে বাদী এডভোকেট কাজী মহতুল হোসাইন ও আসামীদের একই প্লটের থাকার কারণে ১নং আসামী সাথী এডভোকেট কাজী মহতুল হোসাইন বাসার খাবার খেতে গেলে তাকে লক্ষ করে বাসার উঠানোর সিড়িতে মারধর করেন!শুধু তা নয় যে আসামী সাথী বাদীকে জানে মেরে ফেলার জন্য চেষ্টায়! বাদী একজন সিনিয়র আইনজীবী সেই দিন মামলার কার্যক্রম শেষে বাসার খাবার খাওয়ার জন্য রিক্সায় দিয়ে আসার রিক্সায় থেকে মাটিতে ফেলে শার্ট, প্যান্ট ও গলায় ট্রাই পরানোর দিয়ে গলায় মধ্যে ফাঁসি দরি দেবার জন্য মারতে চেষ্টায় করেন! সাথে সাথে বিজ্ঞ আদালতকে বিষয়টি অবগত করিলে আদালত সাথী আক্তার বিরুদ্ধে নতুন করে ফৌজদারি অপরাধের মামলার দায়ের করা আদালত আসামীকে ওয়ারেন্ট ইস্যু করেন!বেশ কয়েকদিন আসামী পালিয়ে ছিলেন! এই মামলার অদ্য ৪জুন মঙ্গলবার আদালতের স্বেচ্ছায় আত্নসমর্পণ জামিনে আবেদন করিলে আদালত আসামীকে জামিন না-মঞ্জুর দেয়, আদালত আসামীকে C/W মূলে জেল হাজতে পাঠানোর নির্দেশনায় দেয়!
এদিকে বাদী পক্ষে নিয়োজিত আইনজীবী বান্দরবান জেলা আইনজীবী সমিতি সভাপতি মোঃ আবুল কালামসহ এড মোঃখলিল,এড, মোঃ আলমগীর ও মোহাম্মদ নাজমুল তারা বলেন এই ভদ্র মহিলাটি একজন সিনিয়র আইনজীবীকে মারধর ও অপমান করার তার যোগ্য শাস্তি হওয়ার দরকার বিদায় আসামী জামিন না-মঞ্জুর হোক!