ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠলো টাইগাররা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮৪ বার পড়া হয়েছে

পাকিস্তানকে দ্বিতীয় টেস্টেও হারের স্বাদ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠে এসেছে বাংলাদেশ। এদিকে পাকিস্তান অবস্থান করছে ৯ দলের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। টেবিলে বাংলাদেশের উপরে আছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের তিন ফাইনালিস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে তিনটি ম্যাচেই। শতকরা হারে টাইগারদের পয়েন্ট ৪৫.৮৩, স্লো ওভার রেটে পয়েন্ট না হারালে যা হতো ৫০। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে টানা দুইবারের ফাইনালিস্ট ভারত। ৯ ম্যাচের ৬টিতে জেতা কোহলি-রোহিতরা ৬৮.৫২ শতাংশ পয়েন্টের মালিক। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১২ ম্যাচ খেলে ৮ ম্যাচে জিতেছে, তাদের পয়েন্টের হার ৬২.৫০। আর প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড বাংলাদেশের মতোই ৬ ম্যাচে ৩ জয় নিয়ে আছে টেবিলের তিনে, ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের মতো ৩ জয় ও ৩ হার দেখলেও জরিমানা হিসেবে কোনো পয়েন্ট না হারানোয় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে জিতেছে ৮টি ম্যাচ, তাদের পয়েন্টের হার ৪৫। অবস্থান ঠিক বাংলাদেশের পরপরই অর্থাৎ ৫ম স্থানে। এ ছাড়া ৬ ম্যাচে দুটি করে জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা ৩৮.৮৯ শতাংশ পয়েন্টে ষষ্ঠ ও শ্রীলঙ্কা ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে মাত্র দুটি ম্যাচ। আবার জরিমানা হিসেবে পয়েন্ট হারানোয় তাদের এখন শতকরা পয়েন্ট ১৯.০৫ শতাংশ। তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে সবার শেষে, ৯ ম্যাচ খেলে যারা জিতেছি মাত্র একটি ম্যাচ। প্রতিবারের মতো এবারো পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ২০২৫ সালের ১১ থেকে ১৫ জুন লর্ডসে হবে সেই আল্টিমেট টেস্ট, অর্থাৎ ফাইনাল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠলো টাইগাররা

আপডেট সময়ঃ ১০:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানকে দ্বিতীয় টেস্টেও হারের স্বাদ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠে এসেছে বাংলাদেশ। এদিকে পাকিস্তান অবস্থান করছে ৯ দলের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। টেবিলে বাংলাদেশের উপরে আছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের তিন ফাইনালিস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে তিনটি ম্যাচেই। শতকরা হারে টাইগারদের পয়েন্ট ৪৫.৮৩, স্লো ওভার রেটে পয়েন্ট না হারালে যা হতো ৫০। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে টানা দুইবারের ফাইনালিস্ট ভারত। ৯ ম্যাচের ৬টিতে জেতা কোহলি-রোহিতরা ৬৮.৫২ শতাংশ পয়েন্টের মালিক। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১২ ম্যাচ খেলে ৮ ম্যাচে জিতেছে, তাদের পয়েন্টের হার ৬২.৫০। আর প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড বাংলাদেশের মতোই ৬ ম্যাচে ৩ জয় নিয়ে আছে টেবিলের তিনে, ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের মতো ৩ জয় ও ৩ হার দেখলেও জরিমানা হিসেবে কোনো পয়েন্ট না হারানোয় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে জিতেছে ৮টি ম্যাচ, তাদের পয়েন্টের হার ৪৫। অবস্থান ঠিক বাংলাদেশের পরপরই অর্থাৎ ৫ম স্থানে। এ ছাড়া ৬ ম্যাচে দুটি করে জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা ৩৮.৮৯ শতাংশ পয়েন্টে ষষ্ঠ ও শ্রীলঙ্কা ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে মাত্র দুটি ম্যাচ। আবার জরিমানা হিসেবে পয়েন্ট হারানোয় তাদের এখন শতকরা পয়েন্ট ১৯.০৫ শতাংশ। তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে সবার শেষে, ৯ ম্যাচ খেলে যারা জিতেছি মাত্র একটি ম্যাচ। প্রতিবারের মতো এবারো পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ২০২৫ সালের ১১ থেকে ১৫ জুন লর্ডসে হবে সেই আল্টিমেট টেস্ট, অর্থাৎ ফাইনাল।