ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

২ মাস পর মাঠে ফিরছেন মেসি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে অবশেষে মাঠে ফিরছেন লিওনেল মেসি। গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন আর্জেন্টাইন তারকা। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ দিয়েই মেসি ফিরতে পারেন বলে জানিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো।

তিনি জানিয়েছেন, অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠেছেন মেসি। আগামীকাল ভোরে মায়ামির হয়ে মাঠে নামতে পারেন। এর আগেও অবশ্য এই ম্যাচ দিয়ে মেসির কথা বলেছিলেন মার্টিনো।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মার্টিনো বলেছেন, ‘হ্যাঁ, মেসি ভালো আছে। সে অনুশীলন করেছে (শুক্রবার)। ম্যাচের পরিকল্পনায় সে আছে। (শনিবার) অনুশীলন শেষে আমরা ঠিক করব, তাকে নিয়ে কোন কৌশলে আমরা আগাব। তবে এই ম্যাচের জন্য প্রস্তুত।’

গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। ওই ম্যাচে অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের করা গোলে জয় ছিনিয়ে নিয়েছিল আর্জেন্টিনা। এই চোটের পরে আটটি মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মিয়ামি পায়নি লিওনেল মেসিকে। তবে এবার তার প্রত্যাবর্তনের খবরে সমর্থকদের পাশাপাশি খুশি দল এবং কোচ জেরার্ডো মার্টিনো।

আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ঘরের মাঠে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসি শুরুর একাদশেই থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মায়ামি কোচ, ‘সে শিকাগোতে যায়নি, যাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে কিছু মিনিট খেলতে পারে কিংবা এমনকি শুরুর একাদশেও নামতে পারে।’

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মায়ামি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২ মাস পর মাঠে ফিরছেন মেসি

আপডেট সময়ঃ ০৪:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে অবশেষে মাঠে ফিরছেন লিওনেল মেসি। গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন আর্জেন্টাইন তারকা। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ দিয়েই মেসি ফিরতে পারেন বলে জানিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো।

তিনি জানিয়েছেন, অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠেছেন মেসি। আগামীকাল ভোরে মায়ামির হয়ে মাঠে নামতে পারেন। এর আগেও অবশ্য এই ম্যাচ দিয়ে মেসির কথা বলেছিলেন মার্টিনো।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মার্টিনো বলেছেন, ‘হ্যাঁ, মেসি ভালো আছে। সে অনুশীলন করেছে (শুক্রবার)। ম্যাচের পরিকল্পনায় সে আছে। (শনিবার) অনুশীলন শেষে আমরা ঠিক করব, তাকে নিয়ে কোন কৌশলে আমরা আগাব। তবে এই ম্যাচের জন্য প্রস্তুত।’

গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। ওই ম্যাচে অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের করা গোলে জয় ছিনিয়ে নিয়েছিল আর্জেন্টিনা। এই চোটের পরে আটটি মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মিয়ামি পায়নি লিওনেল মেসিকে। তবে এবার তার প্রত্যাবর্তনের খবরে সমর্থকদের পাশাপাশি খুশি দল এবং কোচ জেরার্ডো মার্টিনো।

আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ঘরের মাঠে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসি শুরুর একাদশেই থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মায়ামি কোচ, ‘সে শিকাগোতে যায়নি, যাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে কিছু মিনিট খেলতে পারে কিংবা এমনকি শুরুর একাদশেও নামতে পারে।’

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মায়ামি।