সর্বশেষঃ  
                                    
                            
                                গিলের ফিফটিতে লিড বাড়ছে ভারতের, চাপে বাংলাদেশ
 
																
								
							
                                
                              							  দৈনিক আইন বার্তা									
								
                                
                                - আপডেট সময়ঃ ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬০ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের হতাশা বাড়িয়ে ভারতকে এগিয়ে নিচ্ছেন শুভমান গিল ও ঋষভ পন্ত। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি। ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছেন গিলও। ৭৯ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি পূর্ণ করেন তিনি। ৩৫ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান। গিল ৫৬ ও পান্ত ২৯ রানে অপরাজিত। স্বাগতিকদের লিড ৩৪৮ রান।
এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছিল ভারত। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও। বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন রোহিত শর্মারা। যশস্বী জয়সোয়াল ১০, অধিনায়ক রোহিত ৫ ও বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			 
																		











