০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | ই-পেপার

বৌদ্ধ ধর্মের প্রবরণা পূর্ণিমা পালনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আর্থিক অনুদান প্রদান করল রোয়াংছড়ি সেনাবাহিনী

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বৌদ্ধ ধর্মের প্রবারণা উৎসব উদযাপন উপলক্ষে রোয়াংছড়ি মারমা যুব সংঘকে নগদ আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৯ অক্টোবর ) দুপুর সারে ১২টায় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে রোয়াংছড়ি প্রবারণা উৎসব উদযাপন কমিটি’র আহবায়ক সাইমং মারমা (ক্যএনু) হাতে নগদ অর্থ বিতরন করেন রোয়াংছড়ি সেনাবাহিনীর সাব জোনের ক্যাপ্টেন নিহাল আহাম্মদ চৌধুরী।

সন্ধ্যা ৬টায় রোয়াংছড়ি মারমা যুব সংঘের সদস্যরা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে সামনে ও রোয়াংছড়ি জাদিতে হাজার প্রদীপ প্রজ্জলন, ধর্ম দেশনা শেষে মাহা: ওয়াগ্যোয়াই পোয়ে: (প্রবারণা পূর্ণিমা) উৎসবের বাংলাদেশ সেনাবাহিনী সাব জোনের ক্যাপ্টেন নিহাল আহম্মদ চৌধুরী উপস্থিত থেকে “ফানুস বাতি” উড়ানোর মধ্য দিয়ে সকলের মিলেমিশে উৎসবের মুখরিত করে বিদায় জানানো হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ভদন্ত. চাইন্দাওয়াইংসা ভিক্ষু, রোয়াংছড়ি সেনাবাহিনীর সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃআলমগীর, রোয়াংছড়ি মারমা যুব সংঘের সদস্য ক্যওয়াইমং মারমা, চসিংথোয়াই, মারমা, উটিংমং মারমা, অংহ্লাথোয়াই মারমাসহ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম থেকে এবার আন্দোলনে নামলো ফরেস্টার ও ফরেস্ট গার্ডরা

বৌদ্ধ ধর্মের প্রবরণা পূর্ণিমা পালনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আর্থিক অনুদান প্রদান করল রোয়াংছড়ি সেনাবাহিনী

আপডেট সময়ঃ ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বৌদ্ধ ধর্মের প্রবারণা উৎসব উদযাপন উপলক্ষে রোয়াংছড়ি মারমা যুব সংঘকে নগদ আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৯ অক্টোবর ) দুপুর সারে ১২টায় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে রোয়াংছড়ি প্রবারণা উৎসব উদযাপন কমিটি’র আহবায়ক সাইমং মারমা (ক্যএনু) হাতে নগদ অর্থ বিতরন করেন রোয়াংছড়ি সেনাবাহিনীর সাব জোনের ক্যাপ্টেন নিহাল আহাম্মদ চৌধুরী।

সন্ধ্যা ৬টায় রোয়াংছড়ি মারমা যুব সংঘের সদস্যরা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে সামনে ও রোয়াংছড়ি জাদিতে হাজার প্রদীপ প্রজ্জলন, ধর্ম দেশনা শেষে মাহা: ওয়াগ্যোয়াই পোয়ে: (প্রবারণা পূর্ণিমা) উৎসবের বাংলাদেশ সেনাবাহিনী সাব জোনের ক্যাপ্টেন নিহাল আহম্মদ চৌধুরী উপস্থিত থেকে “ফানুস বাতি” উড়ানোর মধ্য দিয়ে সকলের মিলেমিশে উৎসবের মুখরিত করে বিদায় জানানো হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ভদন্ত. চাইন্দাওয়াইংসা ভিক্ষু, রোয়াংছড়ি সেনাবাহিনীর সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃআলমগীর, রোয়াংছড়ি মারমা যুব সংঘের সদস্য ক্যওয়াইমং মারমা, চসিংথোয়াই, মারমা, উটিংমং মারমা, অংহ্লাথোয়াই মারমাসহ প্রমুখ।