ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ঢাকায় পথচারীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার, গুরুতর আহত ৩

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে ছয় পথচারীকে চাপা দেয় একটি প্রাইভেটকার/ ছবি- সিসিফুটেজ থেকে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে ছয় পথচারীকে চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায়  এসব তথ্য জানান ট্রাফিক-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ফজলুল করিম।

এর আগে এদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার ও চালক মুস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

এডিসি মো. ফজলুল করিম বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনের সড়কে একটি প্রাইভেটকারের সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া ছয় পথচারীকে চাপা দেয় ওই প্রাইভেটকার। তাদের মধ্যে তিনজন গুরতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারচালক ও গাড়িটি আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে থানা পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকায় পথচারীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার, গুরুতর আহত ৩

আপডেট সময়ঃ ০৬:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে ছয় পথচারীকে চাপা দেয় একটি প্রাইভেটকার/ ছবি- সিসিফুটেজ থেকে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে ছয় পথচারীকে চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায়  এসব তথ্য জানান ট্রাফিক-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ফজলুল করিম।

এর আগে এদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার ও চালক মুস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

এডিসি মো. ফজলুল করিম বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনের সড়কে একটি প্রাইভেটকারের সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া ছয় পথচারীকে চাপা দেয় ওই প্রাইভেটকার। তাদের মধ্যে তিনজন গুরতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারচালক ও গাড়িটি আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে থানা পুলিশ।