বীর বাহাদুরের অবৈধ দখল উদ্ধার করল জেলাপ্রশাসন

- আপডেট সময়ঃ ০৬:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১০৮ বার পড়া হয়েছে
দীর্ঘ ৪০ বছর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিংয়ের কাছ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের জায়গা উদ্ধার করেছে বান্দরবান জেলা প্রশাসন।
সোমবার দুপুর ১২টার দিকে বান্দরবান পৌর এলাকায় সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের ভেনাস রিসোর্টে দখল থেকে এই জায়গা উদ্ধার করা হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডকে জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মনজুরুল হক, আরডিসি মিজানুর রহমান, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন প্রমুখ।
বান্দরবান জেলা কানুনগো মো. দেলোয়ার হোসেন বলেন, ১ একরের মতো জায়গা উদ্ধার করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের আরডিসি মিজানুর রহমান বলেন, জায়গাগুলো জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের। তাই এগুলো তাদের হস্তান্তর করা হয়েছে।