ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

নামিবিয়াকে বড় ব্যবধানে হারালো আফগানিস্তান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • / ৪৯৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৬২ রানের জয় তোলে নিয়েছে মোহাম্মদ নবীর দল। আফগানিস্তানের দেওয়া ১৬১ রানে লক্ষ্যে খেলতে নেমে ৯৮ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। আফগানিস্তানের হামিদ হাসান ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন। নাবিন-উল-হকও নিয়েছেন তিন উইকেট। তবে তিনি ৪ ওভারে দিয়েছেন ২৬ রান। এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে আফগানরা। আফগানিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার হযরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। উদ্বোধনী জুটিতে ৫৩ রান করেন তারা। জাজাই ২৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন। তিনে নামা রহমানুল্লাহ গুরবাজ অবশ্য সুবিধা করতে পারেননি, ফিরেছেন মাত্র ৪ রানে। দলীয় ৮৯ রানে সাজঘরে ফেরেন শেহজাদ। ৩৩ বলে ৪৫ রান করেন তিনি। নাজিবুল্লাহ জাদরান (৭) ফেরেন দলীয় ১১৩ রানে। এরপর দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান শেষ ম্যাচ খেলতে নামা আসগর আফগান ও অধিনায়ক মোহাম্মদ নবী। ২৩ বলে ৩১ রান করেন আসগর। ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন নবী। নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান ও লফটি-ইটন দুটি করে উইকেট নেন। এ ছাড়া জেজে স্মিত একটি উইকেট নেন। সূত্র : ক্রিকবাজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নামিবিয়াকে বড় ব্যবধানে হারালো আফগানিস্তান

আপডেট সময়ঃ ০৯:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৬২ রানের জয় তোলে নিয়েছে মোহাম্মদ নবীর দল। আফগানিস্তানের দেওয়া ১৬১ রানে লক্ষ্যে খেলতে নেমে ৯৮ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। আফগানিস্তানের হামিদ হাসান ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন। নাবিন-উল-হকও নিয়েছেন তিন উইকেট। তবে তিনি ৪ ওভারে দিয়েছেন ২৬ রান। এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে আফগানরা। আফগানিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার হযরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। উদ্বোধনী জুটিতে ৫৩ রান করেন তারা। জাজাই ২৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন। তিনে নামা রহমানুল্লাহ গুরবাজ অবশ্য সুবিধা করতে পারেননি, ফিরেছেন মাত্র ৪ রানে। দলীয় ৮৯ রানে সাজঘরে ফেরেন শেহজাদ। ৩৩ বলে ৪৫ রান করেন তিনি। নাজিবুল্লাহ জাদরান (৭) ফেরেন দলীয় ১১৩ রানে। এরপর দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান শেষ ম্যাচ খেলতে নামা আসগর আফগান ও অধিনায়ক মোহাম্মদ নবী। ২৩ বলে ৩১ রান করেন আসগর। ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন নবী। নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান ও লফটি-ইটন দুটি করে উইকেট নেন। এ ছাড়া জেজে স্মিত একটি উইকেট নেন। সূত্র : ক্রিকবাজ।