ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ইস্টার সানডে উপলক্ষে বান্দরবান সেনা জোনের সৌজন্যমূলক কেক বিতরণ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১১:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ১১৮ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান :
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে বান্দরবানের বিভিন্ন খ্রিস্টান অধ্যুষিত পাড়া ও উপাসনালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। এই আনন্দঘন দিনটিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলতে বান্দরবান সেনা জোন এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করে।
এ উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জেলার বিভিন্ন অঞ্চলের মোট ১১টি পাড়ায় ১৫টি কেক বিতরণ করা হয়। এর মধ্যে বান্দরবান জোনের আওতাধীন ৮টি পাড়া, রোয়াংছড়ি সেনা ক্যাম্পের ২টি পাড়া এবং লংলাই ক্যাম্পের ১টি পাড়া অন্তর্ভুক্ত। কেক বিতরণপ্রাপ্ত পাড়াগুলোর মধ্যে রয়েছে—কানাপাড়া, উজানী পাড়া, লাইমি পাড়া, ফারুক পাড়া, বেথানি পাড়া, শ্যারণ পাড়া, গ্যাৎশামনি পাড়া, সুয়ানলো পাড়া, অবিচলিত পাড়া এবং মুনতার পাড়া।
এই শুভ উদ্যোগের মাধ্যমে ইস্টার সানডের উৎসব আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে, যা পাড়ার বাসিন্দাদের মাঝে গভীর আনন্দ ও কৃতজ্ঞতার আবহ তৈরি করে। তারা সেনাবাহিনীর এই সৌজন্য উপহারে নিজেদের সম্মানিত ও আবেগাপ্লুত অনুভব করেছেন।
বান্দরবান সেনা জোনের এই পদক্ষেপ নিছক একটি আনুষ্ঠানিকতা নয়; এটি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে সেনাবাহিনীর সদা সচেষ্ট ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বান্দরবান সেনা জোন ভবিষ্যতেও এই ধরনের সম্প্রীতিবদ্ধ, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইস্টার সানডে উপলক্ষে বান্দরবান সেনা জোনের সৌজন্যমূলক কেক বিতরণ

আপডেট সময়ঃ ১১:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান :
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে বান্দরবানের বিভিন্ন খ্রিস্টান অধ্যুষিত পাড়া ও উপাসনালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। এই আনন্দঘন দিনটিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলতে বান্দরবান সেনা জোন এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করে।
এ উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জেলার বিভিন্ন অঞ্চলের মোট ১১টি পাড়ায় ১৫টি কেক বিতরণ করা হয়। এর মধ্যে বান্দরবান জোনের আওতাধীন ৮টি পাড়া, রোয়াংছড়ি সেনা ক্যাম্পের ২টি পাড়া এবং লংলাই ক্যাম্পের ১টি পাড়া অন্তর্ভুক্ত। কেক বিতরণপ্রাপ্ত পাড়াগুলোর মধ্যে রয়েছে—কানাপাড়া, উজানী পাড়া, লাইমি পাড়া, ফারুক পাড়া, বেথানি পাড়া, শ্যারণ পাড়া, গ্যাৎশামনি পাড়া, সুয়ানলো পাড়া, অবিচলিত পাড়া এবং মুনতার পাড়া।
এই শুভ উদ্যোগের মাধ্যমে ইস্টার সানডের উৎসব আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে, যা পাড়ার বাসিন্দাদের মাঝে গভীর আনন্দ ও কৃতজ্ঞতার আবহ তৈরি করে। তারা সেনাবাহিনীর এই সৌজন্য উপহারে নিজেদের সম্মানিত ও আবেগাপ্লুত অনুভব করেছেন।
বান্দরবান সেনা জোনের এই পদক্ষেপ নিছক একটি আনুষ্ঠানিকতা নয়; এটি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে সেনাবাহিনীর সদা সচেষ্ট ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বান্দরবান সেনা জোন ভবিষ্যতেও এই ধরনের সম্প্রীতিবদ্ধ, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।