ঢাকা, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | ই-পেপার

আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গোপন বৈঠকের মাধ্যমে কী কী পরিকল্পনা নিয়েছে, সেটা তদন্ত শেষে বলা যাবে। আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে। সাংবাদিকরা সত্য সংবাদ তুলে ধরলে এবং সহযোগিতা করলে আরও ভালো হবে। আওয়ামী লীগের গোপন বৈঠকে একটি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গত বছর জুলাইয়ের আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের গণকবর পরিদর্শন করেন রায়েরবাজার কবরস্থানে গিয়ে। সেখানে তিনি কবর জিয়ারত করেন এবং সাংবাদিকদের বলেন, এই গণকবরে থাকা অনেক শহীদকে শনাক্ত করা সম্ভব হয়নি। এতো দিন তাদের অনেক স্বজন কবর থেকে লাশ উত্তোলন করা হোক এটা চাননি। এখন কেউ চাইলে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের চেষ্টা করা হবে। কেউ যদি এখান থেকে লাশ নিতে চায় সে ক্ষেত্রে সহযোগিতা করা হবে। এই গণকবরে ১১৪ জনের লাশ থাকার বিষয়ে জানা গেছে। উল্লেখ, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এলাকাবাসী মিছিল-মিটিং করে এর উন্নতি দাবি করেন। মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা দখলে আধিপত্য বিস্তার ও কিশোর গ্যাংয়ের উৎপাতে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময়ঃ ০৯:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গোপন বৈঠকের মাধ্যমে কী কী পরিকল্পনা নিয়েছে, সেটা তদন্ত শেষে বলা যাবে। আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে। সাংবাদিকরা সত্য সংবাদ তুলে ধরলে এবং সহযোগিতা করলে আরও ভালো হবে। আওয়ামী লীগের গোপন বৈঠকে একটি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গত বছর জুলাইয়ের আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের গণকবর পরিদর্শন করেন রায়েরবাজার কবরস্থানে গিয়ে। সেখানে তিনি কবর জিয়ারত করেন এবং সাংবাদিকদের বলেন, এই গণকবরে থাকা অনেক শহীদকে শনাক্ত করা সম্ভব হয়নি। এতো দিন তাদের অনেক স্বজন কবর থেকে লাশ উত্তোলন করা হোক এটা চাননি। এখন কেউ চাইলে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের চেষ্টা করা হবে। কেউ যদি এখান থেকে লাশ নিতে চায় সে ক্ষেত্রে সহযোগিতা করা হবে। এই গণকবরে ১১৪ জনের লাশ থাকার বিষয়ে জানা গেছে। উল্লেখ, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এলাকাবাসী মিছিল-মিটিং করে এর উন্নতি দাবি করেন। মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা দখলে আধিপত্য বিস্তার ও কিশোর গ্যাংয়ের উৎপাতে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে।