একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময়ঃ ০২:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে রাজনৈতিক দলটির কার্যকলাপ নেই, জাতীয় সংসদ নির্বাচন হোক তারা সেটি চায় না। সাম্প্রতিক যে বিশৃঙ্খলা দেখা গেছে, তার পেছনে ওই দলের ইন্ধন থাকতে পারে। জাতীয় সংসদ নির্বাচন যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
আজ রোববার (৩১ আগস্ট) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে সাম্প্রতিক বিবাদ কি নির্বাচনে বিভ্রান্তির চেষ্টা কিনা এ বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা ধরে রাখতে হবে। নীতি বা মতের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সকল দলকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ হবে তা নির্ভর করছে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর। আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা প্রদান ও শান্তি বজায় রাখতে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। সকল পক্ষ সহযোগিতা করলে আমরা অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারব।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাজধানী ও আশপাশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ১৬০৪টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন করেছে। তিনি বলেন, ‘অবরোধের ফলে জনদূর্ভোগ সৃষ্টি হয়। নির্দিষ্ট স্থানেই দাবিদাওয়া জানানো উচিত, জনজীবন ব্যাহত করা নয়।’
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, জুলাই মামলার অগ্রগতি, মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক নিউজ ছড়ানো নিয়েও আলোচনা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।