ঢাকা, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

বীরগঞ্জে শিশু হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সৈয়দপুর কল্যাণী (মাঝাপাড়া) গ্রামে রুজুকৃত শিশু হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি তদন্ত কার্যক্রম আরও জোরদার ও পেশাদারভাবে পরিচালনার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীরগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুততম সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বীরগঞ্জে শিশু হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

আপডেট সময়ঃ ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সৈয়দপুর কল্যাণী (মাঝাপাড়া) গ্রামে রুজুকৃত শিশু হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি তদন্ত কার্যক্রম আরও জোরদার ও পেশাদারভাবে পরিচালনার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীরগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুততম সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।