ঢাকা, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

রাজধানীর তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর তেজগাঁওয়ে আবারও আওয়ামী লীগের মিছিল হয়েছে।

শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়।

হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল শুরু করে তিব্বত এলাকার দিকে এগিয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, “সকালে জিএমি মোড় থেকে কিছু লোক বের হয়েছিল, আমরা মিছিল করতে দিইনি। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসানকে আটক করা হয়। দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবার বের হয়; আমরা তাদের ধরার চেষ্টা করছি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দেন।

এর আগে ধানমন্ডিতে কয়েকশত নেতাকর্মীও বিক্ষোভ মিছিল করেন।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “অনেকে মিছিলের ছবি পাঠাচ্ছে, আমরা এখনও বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছি।”

গত কয়েক সপ্তাহে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদ এবং ধানমন্ডির বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মিছিল ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

গণ আন্দোলনের পর ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন দিন পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্যদের গ্রেপ্তার ও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে মাঝে মাঝে ঢাকাসহ সারা দেশে তাদের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীর তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল

আপডেট সময়ঃ ০৫:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর তেজগাঁওয়ে আবারও আওয়ামী লীগের মিছিল হয়েছে।

শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়।

হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল শুরু করে তিব্বত এলাকার দিকে এগিয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, “সকালে জিএমি মোড় থেকে কিছু লোক বের হয়েছিল, আমরা মিছিল করতে দিইনি। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসানকে আটক করা হয়। দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবার বের হয়; আমরা তাদের ধরার চেষ্টা করছি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দেন।

এর আগে ধানমন্ডিতে কয়েকশত নেতাকর্মীও বিক্ষোভ মিছিল করেন।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “অনেকে মিছিলের ছবি পাঠাচ্ছে, আমরা এখনও বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছি।”

গত কয়েক সপ্তাহে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদ এবং ধানমন্ডির বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মিছিল ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

গণ আন্দোলনের পর ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন দিন পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্যদের গ্রেপ্তার ও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে মাঝে মাঝে ঢাকাসহ সারা দেশে তাদের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন।