ঢাকা, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

রাজধানীতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানাযায়।

ডিবি জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০), পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯), যুবলীগ নেতা মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে.এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানা আওয়ামী লীগের দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব ১ নং ওয়ার্ড যুবলীগের আল মামুন ভুইয়া (২৯), যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী (৫৩) এবং মুন্সিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৬০)।

ডিবির সাইবার, মতিঝিল, লালবাগ ও গুলশান বিভাগ এসব অভিযানে অংশ নেয়। তারা জানান, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার

আপডেট সময়ঃ ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানাযায়।

ডিবি জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০), পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯), যুবলীগ নেতা মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে.এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানা আওয়ামী লীগের দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব ১ নং ওয়ার্ড যুবলীগের আল মামুন ভুইয়া (২৯), যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী (৫৩) এবং মুন্সিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৬০)।

ডিবির সাইবার, মতিঝিল, লালবাগ ও গুলশান বিভাগ এসব অভিযানে অংশ নেয়। তারা জানান, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।