ডাকসু নির্বাচন ঘিরে আবু বাকেরের পুরোনো ছবি নিয়ে বিতর্ক

- আপডেট সময়ঃ ০৫:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে জিএস প্রার্থী আবু বাকের। গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের আমলে তিনি ছাত্রলীগের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবিও ভাইরাল হয়েছে।
আবু বাকের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক।
ডাকসু নির্বাচনে এই ছাত্র সংগঠন মনোনীত প্যানেল থেকে তিনি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্প্রতি ফেসবুকে ভাইরাল ছবিটিতে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালা’ করে বাংলাদেশ ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। কর্মশালা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র- টিএসসিতে রেজিস্ট্রেশন বুথ করে তৎকালীন ছাত্রলীগ নেতাকর্মীরা। সেই বুথে ছাত্রলীগের নেতকর্মীদের সঙ্গে একটি ছবিতে দেখা গেছে আবু বাকেরকে।
ছবিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের। ওই ছবিতে ছাত্রলীগের সঙ্গে রেজিস্ট্রেশন বুথে অংশ নেন বাকের।
যদিও ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন ছিলেন আবু বাকের। আজ শুক্রবার ডাকসু নির্বাচনে জিএস পদে তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনসিপি থেকে বহিষ্কৃত মাহির সরকার।
গণতান্ত্রিক ছাত্রসংসদ মনোনীত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন আব্দুল কাদের।