সর্বশেষঃ
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৫:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬১ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাহিদ হোসেন বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগনের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে।
তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে।
বিএনপির এই নেতা বলেন, পিআর পদ্ধতি বেআইনি আবদার। ইচ্ছে করলেই সংবিধান ডাস্টবিনে ফেলে দেয়া যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্খা বুঝতে হবে।
ট্যাগস :





















