ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে স্টেশনের রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নির্ধারিত বিরতির পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে। কিছুদূর যাওয়ার পর রেলক্রসিংয়ের কাছে ট্রেনটির একটি বগি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ক্লিন ইমেজের আ.লীগ নেতারা জাপায় যোগ দিলে মনোনয়ন দেওয়া হবে: কো-চেয়ারম্যান
প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল
তিনি আরও বলেন, লাইনচ্যুতির কারণ এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময়ঃ ০৬:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে স্টেশনের রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নির্ধারিত বিরতির পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে। কিছুদূর যাওয়ার পর রেলক্রসিংয়ের কাছে ট্রেনটির একটি বগি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ক্লিন ইমেজের আ.লীগ নেতারা জাপায় যোগ দিলে মনোনয়ন দেওয়া হবে: কো-চেয়ারম্যান
প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল
তিনি আরও বলেন, লাইনচ্যুতির কারণ এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।