ঢাকা, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

অরিজিতের কনসার্টে বিদ্যুৎ বিভ্রাট, ফিরে গেলেন হতাশ ভক্তরা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

অরিজিতের কনসার্ট মানেই জনসমুদ্র। গায়কও নিরাশ করেন না। মঞ্চ মাতান শ্রোতাদের প্রিয় গানে। এবার লন্ডনের কনসার্টে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। হতাশ হয়ে ফিরতে হয়েছে ভক্তদের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কনসার্টে ‘সাইয়ারা’ ছবির সাইয়ারা গেয়ে দর্শকদের বুদ করেন অরিজিৎ। কিন্তু শেষ পর্যন্ত ঘটে বিদ্যুৎ বিভ্রাট। সামাজিক মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, গান চলার মাঝপথে মঞ্চের আলো নিভে যায়। বন্ধ হয় কোলাহল। হতভম্ব দর্শকরা ধীরে ধীরে ভেন্যু ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন, কারণ তারা আরিজিতের বিদায় সম্ভাষণও শুনতে পাননি।

এদিকে জানা গেছে লন্ডন স্টেডিয়ামে নিয়মিফমাফিক রাত দশটায় বাতি নেভাতে হয়। সে কারণে বন্ধ হয়েছিল বিদ্যুৎ পরিষেবা। তবে বিষয়টি ভালোভাবে নেননি অরি-ভক্তরা। ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা।

তবে অনেকে বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন। একজন লিখেছেন, ‘নিয়ম নিয়মই। তা মানতেই হবে’। আরেকজন মন্তব্য করেছেন, ‘আর কোথাও যদি না-ও হয়, তবে এখানে অন্তত কর্তব্য পালন করতে দেওয়া উচিত।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অরিজিতের কনসার্টে বিদ্যুৎ বিভ্রাট, ফিরে গেলেন হতাশ ভক্তরা

আপডেট সময়ঃ ০৩:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

অরিজিতের কনসার্ট মানেই জনসমুদ্র। গায়কও নিরাশ করেন না। মঞ্চ মাতান শ্রোতাদের প্রিয় গানে। এবার লন্ডনের কনসার্টে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। হতাশ হয়ে ফিরতে হয়েছে ভক্তদের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কনসার্টে ‘সাইয়ারা’ ছবির সাইয়ারা গেয়ে দর্শকদের বুদ করেন অরিজিৎ। কিন্তু শেষ পর্যন্ত ঘটে বিদ্যুৎ বিভ্রাট। সামাজিক মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, গান চলার মাঝপথে মঞ্চের আলো নিভে যায়। বন্ধ হয় কোলাহল। হতভম্ব দর্শকরা ধীরে ধীরে ভেন্যু ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন, কারণ তারা আরিজিতের বিদায় সম্ভাষণও শুনতে পাননি।

এদিকে জানা গেছে লন্ডন স্টেডিয়ামে নিয়মিফমাফিক রাত দশটায় বাতি নেভাতে হয়। সে কারণে বন্ধ হয়েছিল বিদ্যুৎ পরিষেবা। তবে বিষয়টি ভালোভাবে নেননি অরি-ভক্তরা। ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা।

তবে অনেকে বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন। একজন লিখেছেন, ‘নিয়ম নিয়মই। তা মানতেই হবে’। আরেকজন মন্তব্য করেছেন, ‘আর কোথাও যদি না-ও হয়, তবে এখানে অন্তত কর্তব্য পালন করতে দেওয়া উচিত।’