ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০১:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেনকে তার কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে দেওয়া এক পোস্টের পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, মো. আজহারুল ইসলাম সদর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি আগে নাসিরনগর থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হওয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘মেধাবীদের জন্য শুভ কামনা। শুভ কামনা রইল ২১, ১৭, ০৮।’ লিখে ওসির আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। পরে এ ঘটনায় তিনি সাধারণ ডায়রি (জিডি) করেন।

যাতে আইডি হ্যাকের অভিযোগ আনা হয়।
ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী তানভির বারী হামিম এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদ। দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত আইডি থেকে এমন রাজনৈতিক পোস্ট দেখতে পেয়ে অনেকেই ওই পোস্টেই প্রতিক্রিয়া জানাতে থাকেন। গত সোমবার রাত দুইটায় পোস্টটি করা হয়।

পরে মঙ্গলবার সকালে ওসি এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

সদর থানায় দায়ের করা জিডিতে ওসি উল্লেখ করেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে হ্যাক করত: একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে শুভ কামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে। বিষয়টি আমি তাৎক্ষনিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে অবগত করি।’

তিনি আরো উল্লেখ করেন, ‘কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই।

পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে উক্তরূপ দেখতে পাইনি। আমি আমার সরকারি আইডিতে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

আপডেট সময়ঃ ০১:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেনকে তার কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে দেওয়া এক পোস্টের পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, মো. আজহারুল ইসলাম সদর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি আগে নাসিরনগর থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হওয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘মেধাবীদের জন্য শুভ কামনা। শুভ কামনা রইল ২১, ১৭, ০৮।’ লিখে ওসির আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। পরে এ ঘটনায় তিনি সাধারণ ডায়রি (জিডি) করেন।

যাতে আইডি হ্যাকের অভিযোগ আনা হয়।
ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী তানভির বারী হামিম এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদ। দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত আইডি থেকে এমন রাজনৈতিক পোস্ট দেখতে পেয়ে অনেকেই ওই পোস্টেই প্রতিক্রিয়া জানাতে থাকেন। গত সোমবার রাত দুইটায় পোস্টটি করা হয়।

পরে মঙ্গলবার সকালে ওসি এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

সদর থানায় দায়ের করা জিডিতে ওসি উল্লেখ করেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে হ্যাক করত: একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে শুভ কামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে। বিষয়টি আমি তাৎক্ষনিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে অবগত করি।’

তিনি আরো উল্লেখ করেন, ‘কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই।

পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে উক্তরূপ দেখতে পাইনি। আমি আমার সরকারি আইডিতে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’