ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ট্রাম্পের নতুন ‘বোমা’, চীন-ভারতের ওপর ১০০% শুল্ক বসাতে ইইউ’কে আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৮:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চীন ও ভারতের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে চাপ প্রয়োগের অংশ হিসেবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্প নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানান ট্রাম্প।

আলোচনায় অংশ নেওয়া ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি করানোর প্রচেষ্টায় হোঁচট খাচ্ছেন ট্রাম্প, আর রাশিয়ার হামলা ইউক্রেনে আরও জোরদার হয়েছে। এমন পরিস্থিতিতেই রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ইইউ’কে এই উদ্যোগ নিতে বললেন ট্রাম্প।

আলাদা করে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে ফোনালাপে কথা বলবেন।

চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা, যা রুশ অর্থনীতিকে সচল রাখছে। গত মাসে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা ছিল।

যদিও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা রুশ জ্বালানির ওপর নির্ভরতা শেষ করবে, তবুও তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ১৯ শতাংশ এখনো রাশিয়া থেকে আসে।

চীন ও ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়ন যদি এই শুল্ক আরোপ করে, তবে তা হবে রাশিয়াকে আলাদা করার ক্ষেত্রে কৌশলের পরিবর্তন-যেখানে আগে তারা নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

সূত্র : বিবিসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের নতুন ‘বোমা’, চীন-ভারতের ওপর ১০০% শুল্ক বসাতে ইইউ’কে আহ্বান

আপডেট সময়ঃ ০৮:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চীন ও ভারতের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে চাপ প্রয়োগের অংশ হিসেবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্প নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানান ট্রাম্প।

আলোচনায় অংশ নেওয়া ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি করানোর প্রচেষ্টায় হোঁচট খাচ্ছেন ট্রাম্প, আর রাশিয়ার হামলা ইউক্রেনে আরও জোরদার হয়েছে। এমন পরিস্থিতিতেই রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ইইউ’কে এই উদ্যোগ নিতে বললেন ট্রাম্প।

আলাদা করে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে ফোনালাপে কথা বলবেন।

চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা, যা রুশ অর্থনীতিকে সচল রাখছে। গত মাসে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা ছিল।

যদিও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা রুশ জ্বালানির ওপর নির্ভরতা শেষ করবে, তবুও তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ১৯ শতাংশ এখনো রাশিয়া থেকে আসে।

চীন ও ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়ন যদি এই শুল্ক আরোপ করে, তবে তা হবে রাশিয়াকে আলাদা করার ক্ষেত্রে কৌশলের পরিবর্তন-যেখানে আগে তারা নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

সূত্র : বিবিসি।