ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ইসলামপুরে মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০১:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে জামালপুরের ইসলামপুরে দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে জমি সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী হারুন অর রশিদের পরিবার।

রবিবার(১৪সেপ্টেম্বর) দুপুরে ভোক্তভোগীর নিজ বাড়ী ভেংগুড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুন অর রশিদের খালাতো ভাই অপু জানান,

ভোক্তভোগী হারুন অর রশিদ (উজ্জ্বল) এর সাথে প্রতিপক্ষ সাইফুল গংদের সহিত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছে। আমার ভাই ও আসামিপক্ষ একই গ্রামের বাসিন্দা।

গত ১১ জুলাই ২০২৫ তারিখে সাইফুল ইসলাম গংরা মামাদের দখলীয় জমি বেদখলের চেষ্টা করে।
এ সময় হারুন রশীদ বাঁধা দিলে লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে। ওই ঘটনায় আহত মামা ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরদিন ১৪ জুলাই পুনরায় সাইফুল গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে এ সময় আমার ফুফাতো ভাই হারুন অর রশিদ বাঁধা দিলে তার উপর হামলা করে। এতে মাথা,কপাল ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

পরে গুরুতর আহত অবস্থায় আমার ফুফাতো ভাইকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। তিনি এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসলামপুরে মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময়ঃ ০১:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে জামালপুরের ইসলামপুরে দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে জমি সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী হারুন অর রশিদের পরিবার।

রবিবার(১৪সেপ্টেম্বর) দুপুরে ভোক্তভোগীর নিজ বাড়ী ভেংগুড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুন অর রশিদের খালাতো ভাই অপু জানান,

ভোক্তভোগী হারুন অর রশিদ (উজ্জ্বল) এর সাথে প্রতিপক্ষ সাইফুল গংদের সহিত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছে। আমার ভাই ও আসামিপক্ষ একই গ্রামের বাসিন্দা।

গত ১১ জুলাই ২০২৫ তারিখে সাইফুল ইসলাম গংরা মামাদের দখলীয় জমি বেদখলের চেষ্টা করে।
এ সময় হারুন রশীদ বাঁধা দিলে লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে। ওই ঘটনায় আহত মামা ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরদিন ১৪ জুলাই পুনরায় সাইফুল গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে এ সময় আমার ফুফাতো ভাই হারুন অর রশিদ বাঁধা দিলে তার উপর হামলা করে। এতে মাথা,কপাল ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

পরে গুরুতর আহত অবস্থায় আমার ফুফাতো ভাইকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। তিনি এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।