কালুখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০১:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
আদম আলী, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন (পিভিএম), কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার বাকী বিল্লাহ, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রনজয় কুমার বসু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী যাদব কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিকসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।