শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

- আপডেট সময়ঃ ০১:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে আসেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনি সাক্ষ্য প্রদান করছেন। এছাড়া আলোচিত এ মামলায় আজ সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) এ মামলায় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের। কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারণে তারা ওই দিন আদালতে হাজির হতে পারেননি। এ কারণে তাদের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে আরও সময় চাওয়া হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল তাদের এ আবেদন মঞ্জুর করেন।