ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

হাজারীবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে থেকে মিছিল শুরু করলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ১৫-২০ জন যুবক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে ময়লার ডিপোর সামনে থেকে করে মিছিল শুরু করে। এ সময় নানা স্লোগান দেন তারা। তবে মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ এসে তাদের মধ্য থেকে ১১ জনকে আটক করে নিয়ে যায়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে আটক করেছে। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে- তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাজারীবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

আপডেট সময়ঃ ০২:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে থেকে মিছিল শুরু করলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ১৫-২০ জন যুবক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে ময়লার ডিপোর সামনে থেকে করে মিছিল শুরু করে। এ সময় নানা স্লোগান দেন তারা। তবে মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ এসে তাদের মধ্য থেকে ১১ জনকে আটক করে নিয়ে যায়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে আটক করেছে। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে- তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।