ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৮:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচের আগে এশিয়া কাপের চলতি আসরে গ্রুপ পর্বের দেখায় শ্রীলংকার বিপক্ষে সুবিধা করতে পারেনি টাইগাররা।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের কারণে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় শ্রীলংকা ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় লাভ করে।

এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এর মধ্যে দুটিতে জয় পেয়েছে শ্রীলংকা, আর একটিতে জয় পেয়েছে বাংলাদেশ।

২০২২ সালের এশিয়া কাপে ১৮৩ রানের টার্গেট দিয়েও ২ উইকেটে হেরে যায় টাইগাররা। অন্যদিকে, ২০১৬ সালের এশিয়া কাপে ২৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

সবশেষ চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৬ উইকেটে জয় পায় শ্রীলংকা।

সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটেও শ্রীলংকার পাল্লা ভারী। এখন পর্যন্ত ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ এবং ১৩টিতে জয়ী হয়েছে শ্রীলংকা।

আজকের ম্যাচে জিততে পারলে এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয়ের সংখ্যা সমান হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময়ঃ ০৮:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচের আগে এশিয়া কাপের চলতি আসরে গ্রুপ পর্বের দেখায় শ্রীলংকার বিপক্ষে সুবিধা করতে পারেনি টাইগাররা।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের কারণে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় শ্রীলংকা ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় লাভ করে।

এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এর মধ্যে দুটিতে জয় পেয়েছে শ্রীলংকা, আর একটিতে জয় পেয়েছে বাংলাদেশ।

২০২২ সালের এশিয়া কাপে ১৮৩ রানের টার্গেট দিয়েও ২ উইকেটে হেরে যায় টাইগাররা। অন্যদিকে, ২০১৬ সালের এশিয়া কাপে ২৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

সবশেষ চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৬ উইকেটে জয় পায় শ্রীলংকা।

সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটেও শ্রীলংকার পাল্লা ভারী। এখন পর্যন্ত ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ এবং ১৩টিতে জয়ী হয়েছে শ্রীলংকা।

আজকের ম্যাচে জিততে পারলে এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয়ের সংখ্যা সমান হবে।