ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

চট্টগ্রামে বাজারগুলোতে ভরপুর সবুজ সবজি, কেজিতে কমেছে ১০ টাকা

জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৬:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

আবদুল মতিন চৌধুরী রিপন, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের বাজারগুলোতে একের পর এক সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে। বাজারগুলোতে একের পর এক সরবরাহ বাড়ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, কাঁকরোল, শসা, কচুর লতি, চিচিঙ্গিা, তিতা করলা, টমেটোসহ বিভিন্ন পদের সবজি। তবে বৃদ্ধি পেয়েছে মুরগির দাম। এখন কেজি প্রতি প্রায় দশ টাকা বেড়েছে।
বহদ্দারহাটের সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টির কারণে উত্তরবঙ্গে সবজিখেত নষ্ট হওয়াসহ নানা কারণে চট্টগ্রামে সরবরাহ কমে গিয়েছিল। তবে এখন সবজির আড়ত রিয়াজ উদ্দিন বাজারে আগের তুলনায় সবজি বেশি আসছে। এ কারণে আমরাও কম দামে কিনতে পারছি, কম দামে বিক্রি করতে পারছি। একই কথা বলেন কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটের সবজি বিক্রেতা শাহাব উদ্দিন।

বহদ্দারহাট,দুই নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটেসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সবজির দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ সবজি আসছে। বৃষ্টির কারণে যা কয়েক সপ্তাহ আগে একেবারেই কমে গিয়েছিল।

জানা গেল, চট্টগ্রামের আশপাশের উপজেলা থেকেও আগাম শীতকালীন সবজিও আসছে। এই কারণে দাম কমেছে।বাজারে বেশিরভাগ সবজিই ৫০ থেকে ৭০ টাকার মধ্যে মিলছে। তবে আগাম শীতকালীন সবজিগুলোর দাম বেশি। এর মধ্যে শিম ১৬০ টাকা, ফুলকপি ১২০ টাকা, মুলা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, কচুর লতি ৫০-৬০ টাকা, চিচিঙ্গিা ৬০ টাকা, তিতা করলা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, বেগুন ১২০ টাকা, আলু ২০-২৫, ঢেঁড়স ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে জুলাইয়ের শুরুতে ব্রয়লার মুরগির দাম বেড়েছিল। সেই দাম তো আর কমেনি, উল্টো বেড়েছে। এক পর্যায়ে প্রতি কেজি মুরগি ১৫০-১৬০ টাকায় গিয়ে ঠেকেছিল। বহুদিন ধরে এ দামে বিক্রি হচ্ছিল মুরগি। কিন্তু হঠাৎ করে গত শুক্রবার থেকে আরও বেড়েছে মুরগির দাম। এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকায়। তবে সোনালী মুরগির দাম আগের মতোই আছে ২৮০-৩০০ টাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে বাজারগুলোতে ভরপুর সবুজ সবজি, কেজিতে কমেছে ১০ টাকা

আপডেট সময়ঃ ০৬:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

আবদুল মতিন চৌধুরী রিপন, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের বাজারগুলোতে একের পর এক সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে। বাজারগুলোতে একের পর এক সরবরাহ বাড়ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, কাঁকরোল, শসা, কচুর লতি, চিচিঙ্গিা, তিতা করলা, টমেটোসহ বিভিন্ন পদের সবজি। তবে বৃদ্ধি পেয়েছে মুরগির দাম। এখন কেজি প্রতি প্রায় দশ টাকা বেড়েছে।
বহদ্দারহাটের সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টির কারণে উত্তরবঙ্গে সবজিখেত নষ্ট হওয়াসহ নানা কারণে চট্টগ্রামে সরবরাহ কমে গিয়েছিল। তবে এখন সবজির আড়ত রিয়াজ উদ্দিন বাজারে আগের তুলনায় সবজি বেশি আসছে। এ কারণে আমরাও কম দামে কিনতে পারছি, কম দামে বিক্রি করতে পারছি। একই কথা বলেন কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটের সবজি বিক্রেতা শাহাব উদ্দিন।

বহদ্দারহাট,দুই নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটেসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সবজির দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ সবজি আসছে। বৃষ্টির কারণে যা কয়েক সপ্তাহ আগে একেবারেই কমে গিয়েছিল।

জানা গেল, চট্টগ্রামের আশপাশের উপজেলা থেকেও আগাম শীতকালীন সবজিও আসছে। এই কারণে দাম কমেছে।বাজারে বেশিরভাগ সবজিই ৫০ থেকে ৭০ টাকার মধ্যে মিলছে। তবে আগাম শীতকালীন সবজিগুলোর দাম বেশি। এর মধ্যে শিম ১৬০ টাকা, ফুলকপি ১২০ টাকা, মুলা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, কচুর লতি ৫০-৬০ টাকা, চিচিঙ্গিা ৬০ টাকা, তিতা করলা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, বেগুন ১২০ টাকা, আলু ২০-২৫, ঢেঁড়স ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে জুলাইয়ের শুরুতে ব্রয়লার মুরগির দাম বেড়েছিল। সেই দাম তো আর কমেনি, উল্টো বেড়েছে। এক পর্যায়ে প্রতি কেজি মুরগি ১৫০-১৬০ টাকায় গিয়ে ঠেকেছিল। বহুদিন ধরে এ দামে বিক্রি হচ্ছিল মুরগি। কিন্তু হঠাৎ করে গত শুক্রবার থেকে আরও বেড়েছে মুরগির দাম। এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকায়। তবে সোনালী মুরগির দাম আগের মতোই আছে ২৮০-৩০০ টাকা।