চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক আব্দুল আউয়াল

জেলা প্রতিনিধি
- আপডেট সময়ঃ ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
রিপন চৌধুরী, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি চট্টগ্রামের বর্তমান ডিসি ফরিদা খানমের স্থলাভিষিক্ত হয়েছেন।অন্যদিকে, চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে বলে জানা গেছে।
ট্যাগস :