ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

মতলব উত্তরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ খান, চাঁদপুর প্রতিনিধি: মতলব উত্তর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ খেলার মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক নুর মোহাম্মদ খান, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক খান মো. শাহ আলম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি ফারুক আহম্মেদ, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম।
দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পদক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুধু খেলাধুলায় নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুশিক্ষায় আলোকিত ও ক্রীড়ামুখী সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সেরা খেলোয়াড়দের আগামী ধাপে জেলা পর্যায়ে নির্বাচিত করা হবে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, সুধীজন ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মতলব উত্তরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আপডেট সময়ঃ ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নুর মোহাম্মদ খান, চাঁদপুর প্রতিনিধি: মতলব উত্তর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ খেলার মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক নুর মোহাম্মদ খান, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক খান মো. শাহ আলম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি ফারুক আহম্মেদ, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম।
দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পদক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুধু খেলাধুলায় নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুশিক্ষায় আলোকিত ও ক্রীড়ামুখী সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সেরা খেলোয়াড়দের আগামী ধাপে জেলা পর্যায়ে নির্বাচিত করা হবে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, সুধীজন ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।