কক্সবাজার ভ্রমণ সহজ করতে চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেন সার্ভিস শুরু ৩০ সেপ্টেম্বর

- আপডেট সময়ঃ ০৮:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
আবদুল মতিন চৌধুরী রিপন, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন ৩০ সেপ্টেম্বর থেকে চলবে বলে জানা গেছে। শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি উপলক্ষে যাত্রীদের কথা ঝক্কি ঝামেলার কথা চিন্তা করে ঢাকা-কক্সবাজার রুটে চলবে এই ‘ট্যুরিস্ট স্পেশাল’। এছাড়া চট্টগ্রাম-ঢাকা রুটেও বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে। প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো।
রেলওয়ে সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব ট্রেন চলবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ‘ঢাকা স্পেশাল’ চলবে। চট্টগ্রাম থেকে বেলা পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।
এ ছাড়া ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেস্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে এই ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১টায়। ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্ম সফিকুর রহমান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তনগর ট্রেনের মতো সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, পূজা ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের চাপ সামাল দিতে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ১৮টি কোচ নিয়ে স্পেশাল ট্রেন ৩০ সেপ্টেম্বর থেকে যাত্রা করবে। প্রথমদিন চট্টগ্রাম থেকে এরপর ঢাকা কক্সবাজার রুটে এ স্পেশাল ট্রেন চলাচল করবে।