কালুখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

- আপডেট সময়ঃ ০৯:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
আদম আলী, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতির আয়োজনে উপজেলার আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার এর সভাপতিত্বে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি কালুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান আলী শেখ, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী প্রমূখ বক্তব্য রাখেন।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল ম্যাচে রাইপুর কে.এস.এম একাডেমীকে ৪-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করে।