‘আপনার বাংলাদেশি বোন দিল্লিতে বসে আছে’, মোদিকে কড়া জবাব ওয়াইসির

- আপডেট সময়ঃ ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
‘বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী’ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
এক নির্বাচনী সভায় মোদি কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের বিরুদ্ধে বিহারে অনুপ্রবেশকারীদের সহায়তা করার অভিযোগ তোলেন। এর পাল্টা জবাবে ওয়াইসি বলেন, বিহার ও সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই। বরং তিনি কটাক্ষ করে বলেন, “মোদিজি, আপনার এক ‘বাংলাদেশি বোন’ তো এখন দিল্লিতে বসে আছেন! আগে তাকেই বাংলাদেশে ফেরত পাঠান, দরকার হলে আমরাই তাকে পৌঁছে দেব।”
ওয়াইসির এই মন্তব্যের ইঙ্গিত ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, যিনি ৫ আগস্ট ২০২৪-এ ব্যাপক জনরোষের মুখে ভারতে পালিয়ে যান এবং এখন দিল্লিতে অবস্থান করছেন।
এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন বিজেপি বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশকারী ইস্যুতে প্রচারণা জোরদার করেছে। বিশেষ করে মুসলিম-অধ্যুষিত সীমান্ত অঞ্চলে এই ইস্যুতে উত্তেজনা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই সরকার বিভিন্ন জায়গায় অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে।
প্রধানমন্ত্রী মোদি একাধিকবার, এমনকি স্বাধীনতা দিবসের ভাষণেও, এই অনুপ্রবেশের ইস্যু উত্থাপন করেছেন এবং দাবি করেছেন যে, এর ফলে দেশের জনসংখ্যা ভারসাম্যে সমস্যা তৈরি হচ্ছে।