বান্দরবানে সেনা উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ১১:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সেনা রিজিয়ন উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল এস এম মাহাদুল হাসান পিএসসি, নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল হুমায়ুন রশিদ, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহাদুল হাসান ,পুলিশ সুপার মোঃ শহিদুল্লা কাওছার,উপজেলায় নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি, রোয়াংছড়ি সেনা ক্যাম্প সাব কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ, বান্দরবান প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু,প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনারসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।
আজকের টুর্নামেন্ট ফুটবল ফাইনাল খেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যপক থানজামা লুসাই, বান্দরবান জেলা ও উপজেলা স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা দর্শকরা জানান, আজকের সেনা আয়োজনে টুর্নামেন্ট ফুটবল খেলার , ‘আমরা জীবনে বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে অনেক হাজারজন।
এ বিষয়ে বান্দরবান সেনা জোন কমান্ডার এ এস এম মাহাদুল হাসান পিএসসি জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় অনেক দারুণ খেলেছেন । পাশাপাশি আইন শৃঙ্খলার দেয়া হয়েছে । আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে বান্দরবান সদর উপজেলার আলীকদম শক্তিশালি দল ২-০ গোলে বান্দরবান সদর উপজেলার নাইক্ষ্যংছড়ি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ১লাখ টাকার ও পরাজিত দলকে ৮০ হাজার টাকার পুরস্কার হিসেবে দেয়া হয়েছে।